গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক নুরজাহান বেগম কেটি স্মরণে গত ২১ আগস্ট অনলাইন প্ল্যাটফর্মে স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ ও বিদেশ থেকে মরহুমার শতাধিক ছাত্রী সংযুক্ত হন।

অনুষ্ঠানের আহ্বায়ক ও আয়োজক ছিলেন এই বিদ্যালয়ের সাবেক ছাত্রী এবং অতিরিক্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলিমা আখতার বাণী। অনুষ্ঠানে অংশ নেন গাইবান্ধা সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও আহমেদউদ্দীন শাহ শিশু নিকেতনের অধ্যক্ষ মাজহারুল মান্নান, গাইবান্ধা সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শামীম আহমেদ, লেখক ও শিক্ষক ড. জয়নুদ্দীন, বাংলা একাডেমি পুরস্কারজয়ী গবেষক ও শিক্ষক আনিস হাসিনা প্রমুখ। 

সভায় মরহুমার পরিবারের সদস্যদের পাশাপাশি প্রবাস থেকে অনেকে অংশ নেন। এ সময় নুরজাহান বেগমের উপরে একটি তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুবিদিতা চন্দ সোনালী, এ কে এম হাবিবুর রহমান ও রীতি নুর আকনান।

নুরজাহান বেগম গত ৭ জুলাই ৮১ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ১৯৪০ সালের ২৮ জানুয়ারি গাইবান্ধার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৬ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি গাইবান্ধা বালিকা সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সবার কাছে তিনি 'কেটি আপা' নামে পরিচিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।