- সারাদেশ
- বেড়াতে গিয়ে নৌকা ডুবে দম্পতির মৃত্যু, শিশু নিখোঁজ
বেড়াতে গিয়ে নৌকা ডুবে দম্পতির মৃত্যু, শিশু নিখোঁজ

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্পিডবোটের ঢেউয়ে নৌকা ডুবে এক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভৈরব নগর ও উরখুলিয়া এলাকার মাঝামাঝি একটি বিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২২)। এ ঘটনায় ওই দম্পতির মেয়ে মারিয়া (৮) নিখোঁজ রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রিয়াদ তার পরিবার নিয়ে রোববার সিলেট থেকে নবীনগরে বেড়াতে যান। সোমবার দুপুরে আত্মীয়-স্বজন মিলে নৌকা ভ্রমণে বের হন। ভৈরব নগর ও উরখুলিয়া এলাকার মাঝামাঝি স্থানে স্পিডবোটের ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। নৌকা ডুবে যাওয়ার পর অন্যরা তীরে উঠতে পারলেও রিয়াদ ও তার স্ত্রী সন্তানসহ নিখোঁজ হন। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে উদ্ধার করলেও তাদের মেয়ে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, নৌকাডুবির ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মায়িরাকে উদ্ধারে কাজ চলছে।
মন্তব্য করুন