- সারাদেশ
- মালয়েশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু দুই বাংলাদেশির
মালয়েশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু দুই বাংলাদেশির

প্রতীকী ছবি
মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। কুয়ালালামপুরের একটি হাসপাতালে রোববার তারা মারা যান। তাদের বাড়ি যশোরের মনিরামপুরে। মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তারা।
তারা হলেন, মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের আবদুল হকের ছেলে আলাউদ্দিন আলাল ও নোয়ালী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আশরাফুল আলম।
উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার আলমগীর সিদ্দিক জানান, মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন আলাল এক মাস আগে করোনায় আক্রান্ত হলে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে তার মৃত্যু হয়। আলালের আড়াই বছরের এক মেয়ে রয়েছে।
অপরজন আশরাফুল আলম করোনায় আক্রান্ত হয়ে কুয়ালালামপুরে হাসপাতালে ভর্তি হন। রোববার রাত ৮টার দিকে তিনি মারা যান। আলাল ও আশরাফুলকে কুয়ালালামপুরে সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
তাদের মৃত্যুর খবরে মনিরামপুরে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন