‘এত হথা ও ভাই গম ন'লার/লালদীঘি হাইলো/ চাক্তাই হাইলো/ জাম্বুরি মাঠ-সার্কিট হাউজ/ যেন্দি যিয়ান হাইল্যা আছে, হাইবার লাই চাইতাইবু... শেষ হাডালে একি দেইলাম, সিআরবিতে চোখ পইড়গ্যি’ (এত কথা ও ভাই ভালো লাগে না/ লালদীঘি খাইলো/ চাক্তাই খাইলো/ জাম্বুরি মাঠ-সার্কিট হাউজ/ যেদিকে যেটা খালি আছে, খাবার জন্য চেয়ে থাকবে... শেষ পর্যায়ে একি দেখলাম সিআরবিতে চোখ পড়েছে)।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা এক তরুণের ছড়া এটি। সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রতিবাদে সোমবার বিকেলে 'শত ছড়া পাঠ' শিরোনামে প্রতিবাদী ছড়া পাঠের আয়োজন করা হয় সিআরবিতে। 

ছড়াকার উৎপল কান্তি বড়ূয়া ও রুনা তাসমিনা সম্পাদিত 'প্রতিবাদী শত ছড়া'র বই থেকে নবীন-প্রবীণ ছড়াকাররা স্বরচিত ছড়া পাঠ করে শোনান। এর আগে প্রতিবাদী গানের আয়োজন করা হয়। 

কর্মসূচির উদ্বোধন করেন সিআরবি রক্ষায় আন্দোলনরত নাগরিক সমাজের চেয়ারম্যান ড. অনুপম সেন। এ সময় সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম চৌধুরী বাবুলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রতিবাদী ছড়া ও গান শুনতে সিআরবিতে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ।

বিষয় : শত ছড়া পাঠ সিআরবি হাসপাতাল

মন্তব্য করুন