- সারাদেশ
- করোনায় মারা গেলেন বিএনপি নেতা রশিদ
করোনায় মারা গেলেন বিএনপি নেতা রশিদ

অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সোমবার সকালে নগরীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাওলানা রশিদ আহমদের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামে। তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের সম্পাদক ও প্রকাশক ছিলেন। এ ছাড়া তিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দু'বার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতারা।
মন্তব্য করুন