- সারাদেশ
- ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকর হবে: মাহবুবউল-আলম হানিফ
২১ আগস্ট গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকর হবে: মাহবুবউল-আলম হানিফ

একুশ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেটে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাহবুবউল-আলম হানিফ - সমকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একুশ আগস্ট গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি। তিনি বলেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর মেহেরবাণীতে তিনি বারবারই নতুন জীবন পান। এখন সময় এসেছে রায় কার্যকর করার। খুব শিগগির ১৯ জনকে যাবজ্জীবন ও ১৯ জনকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় বিএনপি-জামায়াতের মদদপুষ্ট কোনো জঙ্গিগোষ্ঠীর স্থান হতে পারে না।
গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে সোমবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানোর আহ্বান প্রসঙ্গে হানিফ বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন গণঅভ্যুত্থান ঘটিয়ে সরকারের পতন ঘটানো হবে। কিসের গণঅভ্যুত্থান? লন্ডনে বসে গণঅভ্যুত্থানের চিন্তা করলে হবে না।
মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
মন্তব্য করুন