বগুড়ায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে শহরের নারুলী সুলতান পট্টি এলাকায় রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।

স্থানীয়রা জানান, সকালে রেল লাইনের পাশে একটি কাঁঠাল গাছে গালায় ফাঁস দিয়ে ঝুলানো এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুরিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি ছিল। লাশ গলায় প্লাস্টিকের রশি দিয়ে ফাঁস লাগানো কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, রাতে যে কোন সময় ওই যুবকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয় পেৌর কাউন্সিলর রুস্তম আলী বলেন, নিহত যুবককে চেনা যাচ্ছনা। এলাকার কেউ চিনতে পারছেনা।