- সারাদেশ
- ভিমরুলের কামড়ে প্রাণ গেল কৃষকের
ভিমরুলের কামড়ে প্রাণ গেল কৃষকের

ভিমরুলের চাক- ফাইল ছবি
যশোরের কেশবপুরে ভিমরুলের কামড়ে রাশিদুল জোয়ার্দার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাশিদুল জোয়ার্দার উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের পীর বক্সের ছেলে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেলে কৃষক রাশিদুল জোয়ার্দার বাড়ির পাশের বাগানে গাছের শুকনো ডালপালা কাটতে যান। এ সময় নারকেল গাছের একটি শুকনো পাতা ধরে টান দিলে চাক (বাসা) থেকে ভিমরুল ঝাঁক ধরে উড়ে এসে তার শরীরের বিভিন্ন স্থানে হুল বসিয়ে দেয়। ভিমরুলের কামড়ে শরীরে মারাত্মক যন্ত্রণা শুরু হলে তাকে রাত ১টা ৩৫ মিনিটে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার ভোরে মারা যান।
চুয়াডাঙ্গা গ্রামের ইউপি সদস্য আব্দুর গফুর বলেন, ভিমরুলের কামড়ে কৃষক রাশিদুল জোয়ার্দারের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অবুঝ দুটি সন্তান এতিম হয়ে গেলো।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহসানুল মিজান রুমী বলেন, হাসপাতালে দেরি করে আনায় ভিমরুলের কামড়ে বিষক্রিয়ায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। রাতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।
মন্তব্য করুন