ফরিদপুরে মহিলা আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের কবি জসীমউদ্দীন হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইভি মাসুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সৈয়দ মাসুদ হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মাইনুদ্দীন আহম্মেদ মানু, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৫ আগস্ট এর হত্যাকাণ্ড সংগঠিত না হলে এই দেশ অনেক আগেই সোনার বাংলায় রূপ নিতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আর অর্থনৈতিক মুক্তি দিয়েছেন তারই কন্যা শেখ হাসিনা।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তারা এখনো দেশের বাইরে পালিয়ে আছে, অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।