- সারাদেশ
- পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির বোয়াল
পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির বোয়াল

পদ্মা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ। ছবি: সমকাল
রাজবাড়ীর গোয়ালন্দ ও ফরিদপুরের সীমান্তবর্তী কামারডাঙ্গী এলাকায় পদ্মা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ। সোমবার সকালে স্থানীয় জেলে পলাশ হলদারের জালে ধরা পড়ে বিশাল আকৃতির মাছটি। পরে সকাল সাড়ে ৭টার দিকে সেটি বাজারে তোলেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ। তার কাছ থেকে দুই হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন ফরিদপুরের মধুখালীর এক ব্যবসায়ী।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, 'পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। তার ওপর যদি হয় বড় আকারের, তাহলে তো কথাই নেই। সব সময় পদ্মার মাছের চাহিদা বেশি থাকে। বড় বড় ব্যবসায়ী-শিল্পপতি বলে রাখেন, ভালো মাছ পেলে তাদের দিতে। কিন্তু সব সময় তো বড় মাছ পাওয়া যায় না। এই মাছটি কেনার সঙ্গে সঙ্গেই কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি হয়েছে।'
মন্তব্য করুন