ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন বলেছেন, শুধু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত খুনিদের বিচার করলেই হবে না। বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনাকারী ও মদদদাতাদেরও খুঁজে বের করতে হবে এবং তাদেরও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রোববার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আফজাল হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন, এমন প্রমাণ নেই। তাই জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, এটি বিএনপিকেই প্রমাণ করতে হবে।

মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোস, শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহীন মিয়া, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আজাহার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন প্রমুখ।

সভায় উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।