ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

মুন্সীগঞ্জ-১ আসন

মাহি বি চৌধুরীসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

মাহি বি চৌধুরীসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

মাহী বি চৌধুরী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩ | ১৫:৫৫

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিকল্প ধারার প্রার্থী মাহী বি চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবিরসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।

আজ রোববার সকালে জেলা রিটানিং অফিসারের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন জানান, ঋণ খেলাপির অভিযোগে বিকল্প ধারার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবিরের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়াও বিএনএমে’র মো. ফরিদ হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 

তবে বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রার্থীদের। আসনটিতে আওয়ামী লীগসহ বৈধ হয়েছে ৮ প্রার্থীর। আসনটি থেকে বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

whatsapp follow image

আরও পড়ুন

×