গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন
পুড়ে যাওয়া বাস। ছবি: সমকাল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩ | ২১:৪৭
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবাহী একটি বাস আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইউসুফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা যাত্রী উঠানোর জন্য থামানো হয়। তখন যাত্রীবেশে কয়েকজন ব্যক্তি বাসে উঠে আগুন দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ততক্ষণে বাসটি পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, খবর পেয়ে বাসের আগুন নিভানো হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ইউসুফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে।