চুয়াডাঙ্গায় জেসমিন আক্তার আয়না (৩৮) নামের একজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নতুন যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত জেসমিন আক্তার আয়না(৩৮) একই গ্রামের কুয়েত প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জেসমিন আক্তার আয়নার স্বামী প্রায় ১৫ বছর ধরে কুয়েত প্রবাসী। তার মেয়ের কয়েক মাস আগে বিয়ে হয়েছে। আর ছেলে ফুপুর বাড়িতে থাকে। জেসমিন বাড়িতে একাই থাকতেন। পুলিশের ধারণা, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে গলা কেটে হত্যা করেছে। সকালে নগ্ন অবস্থায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সরোজগঞ্জ ক্যাম্পের ওসি (পরিদর্শক) নিখিল অধিকারী জানান, সকাল ৯টার দিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত ছুরি ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তিন জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোন মামলা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।