সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন পৃথক তিনটি আপিল মামলার রায় ঘোষণা করা হয়েছে। বুধবার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আপিল আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল লতিফ জানান, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫০ জন আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। ওই রায়ের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে ক্রিমিনাল আপিল মামলা করে আসামিপক্ষ। আসামির মধ্যে গোলাম রসুল, অ্যাডভোকেট আব্দুস সামাদ, জহুরুল ইসলাম, শাহাবুদ্দীন, রকিব ও মনিরুল ইসলাম আপিল মামলা করেন। একই সঙ্গে তারা দায়রা জজ আদালতে জামিনের আবেদনও করেন। কিন্তু তাদের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট আসামিদের জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত তা বাতিল করেন এবং দায়রা জজ আদালতে তাদের দায়েরকৃত ক্রিমিনাল আপিল মামলা ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেন।

তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামিদের পক্ষ থেকে এ পর্যন্ত ২৭টি আপিল মামলা দায়রা জজ আদালতে দাখিল করা হয়েছে। বাকি মামলাগুলো পর্যায়ক্রমে শুনানির জন্য আছে।

আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান পিন্টু বলেন, আমরা আশা করেছিলাম, আসামিরা এ রায়ে খালাস পাবেন। রায়ে আমরা খুশি নই। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।