- সারাদেশ
- হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক হলেন মাওলানা ইয়াহিয়া
হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক হলেন মাওলানা ইয়াহিয়া

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাটহাজারী মাদ্রাসার মাওলানা ইয়াহিয়া। হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বুধবার মাদ্রাসার মেহমানখানায় অনুষ্ঠিত মজলিসে শুরার বেঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মূলত মজলিসে শুরায় বৈঠকে মাদ্রাসার মুফতি আব্দুস ছালাম চাটগাঁমীকে মুহতামিম ঘোষণা করা হয়। মুহতামিম ঘোষণা শুনেই বৈঠকে মারা যান। এরপর মাদ্রাসার মজলিশে শুরা বৈঠকে মাওলানা ইয়াহিয়াকে ভারপ্রাপ্ত ‘মুহতামিম’ বা মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরবর্তী শুরা বৈঠক না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির নবনিযুক্ত সহযোগী পরিচালক মুফতি জসিম উদ্দিন।
এছাড়া শুরার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি মঈনে মুহতামিম বা সহযোগী পরিচালক হিসেবে মুফতি জসিম উদ্দিন, প্রধান শায়খুল হাদিস-১ আল্লামা শেখ আহমদ, শায়খুল হাদিস-২ মাওলানা শোয়াইব জমিরী, শিক্ষা পরিচালক বা নাজেমে তালিমাত হিসেবে মাওলানা কবির আহমদ, সহকারী শিক্ষা পরিচালক বা নায়েবে নাজেমে তালিমাত মাওলানা ওমর মেখলী, বোডিং সুপার বা নাজেমে মাতবাখ হিসেবে মাওলানা আহমদ দিদার কাসেমী ও হোস্টেল সুপার বা দারুল একামা হিসেবে মাওলানা ফোরকান আহমদ সাতকানভী নিয়োগ পেয়েছেন। এদিকে রাত এগারোটায় হাটহাজারী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মুফতি আব্দুস সালাম চাটগামী জানাযার পর মাদ্রাসার কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির নবনিযুক্ত সহযোগী পরিচালক মুফতি জসিম উদ্দিন।
প্রসঙ্গত, হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী মাদ্রাসাটির মুহতামিম বা মহাপরিচালক ছিলেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর তিনি মারা যাওয়ায় পদটি শূন্য হয়। তার মৃত্যুর পর শুরা কমিটির পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনায় এককভাবে কাউকে দায়িত্ব না দিয়ে তিন জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়। এদিকে গত ১৯ আগস্ট মারা যান মাদ্রাসার শায়খুল হাদিস হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।
মন্তব্য করুন