কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তৌফিক মকবুল (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সৈকতের সি-গাল পয়েন্টে এই ঘটনা ঘটে।

তৌফিক ঢাকার আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে। তৌফিক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান জানান, বুধবার দুপুরে তৌফিক তার দুই বন্ধুর সঙ্গে সাগরে গোসল করতে নামেন। এ সময় সমুদ্রের স্রোতে তৌফিক ও তার বন্ধু সোয়াদ ভেসে যান। লাইফ গার্ডের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করেন। আহত অবস্থায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান বলেন, তৌফিকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।