- সারাদেশ
- ইঞ্জিনচালিত নৌকায় মাথার চুল পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
ইঞ্জিনচালিত নৌকায় মাথার চুল পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইঞ্জিনচালিত নৌকার চাকায় মাথার চুল পেঁচিয়ে নিপা আক্তার (১৪) নামে এক কিশোরীর মুত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিপা কুমিল্লা জেলার বাঙরা থানার ফুলপুর গ্রামের বাছির মিয়ার মেয়ে।
রাসেল মিয়া নামে নিহতের এক স্বজন জানান, শুক্রবার নিপার মামাতো বোনের বিয়ে। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাবা-মার সঙ্গে নিপা মামাবাড়ি শিমরাইল গ্রামে বেড়াতে যায়। অন্য স্বজনরাও সেখানে বেড়াতে যান। দুপুরে ওই কিশোরী তার মামা জীবন মিয়ার ইঞ্জিনচালিত নৌকায় করে মামাতো ভাই বোনদের সঙ্গে বাড়ির পাশের বিলে ঘুরতে যায়। নিপা ইঞ্জিনের কাছে বসে ছিলেন। দাঁড়াতে গিয়ে পা পিছলে ইঞ্জিনের উপর পড়ে গেলে ইঞ্জিনের রানারের সঙ্গে মাথার চুল পেঁচিয়ে নাক-মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
শিমরাইল ইউনিয়ন পরিষদ সদস্য আবুল খায়ের বলেন, মামার বাড়িতে নৌকায় ঘুরতে গিয়ে মারা যায় নিপা আক্তার। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন