দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যা শেষে ঘাতকরা টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে আফ্রিকার লিম্পোপু প্রদেশের পলোকোয়ান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (৫৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার ইটবাড়িয়া গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে। নিহতের ছোট ভাই নাজির আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নাজির আহমেদ জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শফিকুল। সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশের পলোকোয়ান এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু করেন।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত শফিকুলের বন্ধু দেলোয়ার হোসেন জানান, শফিকুল দোকান খোলার পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে ক্রেতা সেজে কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তার কাছে কিছু পণ্যের অর্ডার দেন। পণ্য দেওয়ার এক পর্যায়ে সংঘবদ্ধ সন্ত্রাসী দলটি শফিকুলকে ঝাপটে ধরে পেছন থেকে নাক ও মুখে টেপ প্যাঁচিয়ে দেয়। এতে দোকানেই তিনি মারা যান। এ সময় সন্ত্রাসীরা দোকান থেকে নগদ অর্থ ও মূল্যবান মালপত্র নিয়ে পালিয়ে যায়। নিহত শফিকুল স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পাঁচ দিন আগে তার বড় ভাই আবদুল জলিল মারা যান। ভাইয়ের মৃত্যুর পর ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।