আট লাখ টাকা অতিরিক্ত বেতন-ভাতা গ্রহণের অভিযোগে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার সাবেক মেয়র ড. অচিন্ত্য কুমার মণ্ডলের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকের খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে বুধবার দুপুরে মামলাটি করেন।

দুদক কর্মকর্তারা জানান, অচিন্ত্য কুমার মণ্ডল ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত চালনা পৌরসভার মেয়র ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নির্বাচিত হন। কিন্তু চালনা কে সি পাইলট স্কুলের শিক্ষক ও কলেজিয়েট স্কুলের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ না করেই মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। 

আইন অনুযায়ী মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে অন্য কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকার বিধান নেই। তাই এ সময় তার বেতন-ভাতা হিসেবে গ্রহণ করা আট লাখ সাত হাজার টাকা অবৈধ। সে কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।