- সারাদেশ
- সিআরবিতে রাতের আঁধারে বঙ্গমাতার নামে ব্যানার
সিআরবিতে রাতের আঁধারে বঙ্গমাতার নামে ব্যানার

বিতর্কিত এ হাসপাতালের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বঙ্গমাতার নাম। ছবি: সমকাল
চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যে রাতের আঁধারে হাসপাতাল প্রকল্পের পক্ষ নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার নামে বড়সড় একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে 'চট্টগ্রাম উন্নয়ন বাস্তবায়ন পরিষদ' নাম দিয়ে এ ব্যানার টাঙানো হয়।
বুধবার বিষয়টি দেখে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষ।
নাগরিক সমাজ-চট্টগ্রামের কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে সমকালকে বলেন, 'কিছু বর্ণচোরা রাতের আঁধারে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাস্তবায়নের পক্ষ নিয়ে একটি ভুঁঁইফোঁড় সংগঠনের নামে ব্যানার টাঙিয়ে দিয়েছে। বিতর্কিত এ হাসপাতালের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বঙ্গমাতার নাম। বঙ্গবন্ধু পরিবারের কারও নামে কিছুর নামকরণ করতে হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন থেকে অনুমোদন নিতে হয়। এ অনুমোদন নেওয়ার আগেই বঙ্গমাতা ফজিলাতুন নেছার নামে যারা ব্যানার টাঙিয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।'
ব্যানার টাঙানোর সময় সিআরবিতে থাকা প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি সমকালকে বলেন, 'মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকটি গাড়ি সিআরবি যায়। গাড়ি থেকে নেমে কয়েক লোক বাঁশের খুঁটিতে একটি ব্যানার লাগিয়ে দেন। কিছু সময় অপেক্ষা করার পর তারা সিআরবি ছেড়ে যান।'
সিআরবিতে হাসপাতালের পক্ষ নিয়ে যে ব্যানার টাঙানো হয় তাতে লেখা ছিল- 'বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল'। ওপরের দিকে রয়েছে বঙ্গমাতার ছবি; বানারের নিচের দিকে এক কোনায় লেখা- 'এই করোনাকালীন সময়ে চট্টগ্রামের স্বাস্থ্য খাতের উন্নয়নে এবং সরকারের প্রশংসনীয় কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই'।
মন্তব্য করুন