সিলেট জেলা পরিষদের অর্থায়নে প্রথমবারের মতো বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস মোড়ে গোল চত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই মোড়টি আব্দুল হাসিমের মোড় নামেই বেশি পরিচিত। উপজেলার দেওকলসের বাসিন্দা সিলেট-২ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহ্‌ইয়া চৌধুরী এহিয়ার ছোট ভাই সিলেট জেলা পরিষদ ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সহল আল রাজি চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ চত্বর নির্মাণ হতে যাচ্ছে। আগামী জুন ২০২২ সালের মধ্যে এটি বাস্তবায়ন করার কথা।

গোলাকার চার স্তর বিশিষ্ট ১৬ ফুট ব্যাসের ওই চত্বরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা। বুধবার বিকেলে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস চত্বর নির্মাণের স্থান পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রধান প্রকৌশলীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ সময় সিলেট জেলা পরিষদের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির মোজাহিদ, সহকারী প্রকৌশলী সূর্য্যসেন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, জেলা পরিষদ সদস্য সহল আল-রাজি চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ পৌরসভা সহায়ক কমিটির সদস্য জহুর আলী মেম্বার, শাহ নেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার এবং চত্বরের ডিজাইনার (আর্কিটেক্ট) তুষার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সহল আল রাজি চৌধুরী বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান জীবিত থাকাকালীন জেলা পরিষদের অর্থায়নে বিশ্বনাথে একটি গোলচত্বর নির্মাণের আবেদন করেন। এরপর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ সেটি অনুমোদন দেন।

প্রধান প্রকৌশলী আব্দুল কাদির মোজাহিদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে পর্যালোচনা করে চত্বর নির্মাণের জন্য টেন্ডার দেওয়ার পর কাজ শুরু হবে।