- সারাদেশ
- জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত
জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

প্রতীকী ছবি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আশরাফুল (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আশরাফুলের ছোটভাই এরশাদুলও (৩২) গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল।
নিহত আশরাফুল উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্ব দরিল্লা গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশার চালক ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুইভাই আশরাফুল ও এরশাদুল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিজেদের জমিতে চাষাবাদ করতে যান। তখন একই গ্রামের গনু মিয়ার ছেলে শাহীন মিয়া ও তার ভাইয়েরা ওই জমিতে গিয়ে ক্রয় সূত্রে এটির মালিক তারা বলে দাবি করেন।
পরে এ নিয়ে শুরু হয় তর্কবিতর্ক। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আশরাফুল ও এরশাদুল গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওবায়দুর রহমান সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান তিনি। একইসঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
মন্তব্য করুন