ফরিদপুরে অবৈতনিক পাঠশালা 'হাসিমুখের' দ্বিতীয় ব্যাচের ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হয়েছে বৃহস্পতিবার। এবার হরিজন সম্প্রদায়ের ৩০ শিশুকে নিয়ে নতুন যাত্রা শুরু হলো তাদের। দুই বছর আগে স্বেচ্ছাসেবী সংগঠন নন্দিতা সুরক্ষা ফরিদপুর শহরের আলীপুরে বান্ধব পল্লীতে শিক্ষাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদান কাজ শুরু করে। করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতির পর আবার নতুন করে যাত্রা শুরু হলো পাঠশালাটির।

বিকেলে বান্ধব পল্লীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মাসউদা হোসাইন। পাঠশালাটির পথচলা মসৃণ হোক- এই প্রত্যাশায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য দেন তিনি।

সমাজকর্মী ও নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির, সেভ দা চিলড্রেন ফরিদপুর কার্যালয়ের ব্যবস্থাপক ফরিদুল জুলফিকার, প্রাকটিক্যাল অ্যাকশন ফরিদপুরের মোবিলাইজেশন অফিসার আল আমিন, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ শাহ সুলতান রাহাত, ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ।

উদ্যোক্তারা জানান, তাদের এক বছরের শিক্ষা উপকরণ ও শিক্ষকদের বেতন দিয়েছে ইউকেবিইটি নামের একটি প্রতিষ্ঠান। উদ্বোধন অনুষ্ঠানে শিশুদের হাতে মহিলা বিষয়ক অধিদফতরের পক্ষ থেকে মোমবাতি ও প্রাকটিক্যাল অ্যাকশনের পক্ষ থেকে কমিট বুক তুলে দেওয়া হয়।