চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘ শুভ্রার ঘরে নতুন অতিথি এসেছে। আফ্রিকা থেকে আমদানি করা স্ত্রী সাদা বাঘটি গত ২৬ আগস্ট একটি শাবকের জন্ম দিয়েছে। এটাও বাঘিনী। কৃত্রিম উপায়ে দুধ খাইয়ে বাচ্চাটিকে এখন বড় করা হচ্ছে। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট বাঘের সংখ্যা হলো ১০। যার মধ্যে দুটি বাঘ, অন্যগুলো বাঘিনী।

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, ক্যাপটিভ ব্রিডিংয়ে যে সমস্যা, অনেক সময় বাঘ তার বাচ্চাকে দুধ দিতে চায় না। সে ক্ষেত্রে তাকে আলাদা করে দুধ দিয়ে বাঁচানো খুবই কঠিন কাজ। এর আগে বাঘশাবক জো বাইডেনের জন্মের সময় থেকেই কৃত্রিম উপায়ে দুধ খাইয়ে তাকে বড় করে তোলা হয়েছে। সেটি ছিল প্রথম ও অন্য রকম অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে বাঘের বাচ্চাদের বড় করে তোলা হচ্ছে। এ পদ্ধতিতে বাঘের মৃত্যুহার কমানো যাচ্ছে। বাঘশাবকটি দিনে ছয়বার ৭৫ মিলিলিটার করে ছাগলের দুধ খাচ্ছে। ছয় মাস এটি তার তত্ত্বাবধানে থাকবে। এরপর বড় হলে তাকে খাঁচায় দেওয়া হবে।

চট্টগ্রাম চিড়িয়াখানায় করোনাকালে প্রায় অর্ধশত প্রাণীর ঘরে নতুন অতিথি এসেছে। এ চিড়িয়াখানায় পশু-পাখির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।