নোয়াখালীর হাতিয়া উপজেলায় সোমবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মারার সময় দু'টি ভোটকেন্দ্র থেকে হাতে নাতে চারজন সহকারী প্রিজাইডিং অফিসারসহ ছয়জনকে আটক করার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবাল দুপুরে হাতিয়া থানায় চরঈশ্বর ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার বাদী হয়ে দুই সহকারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে এবং জাহাজমারা ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং অফিসার ও হাতিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফখরুল ইসলাম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে পৃথক দু'টি মামলা দায়ের করেন। তারপর আটক ৬ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে তাদেরকে হাতিয়া উপজেলা কোর্টে হাজির করার কথা রয়েছে। বুধবার সকালে তাদেরকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হবে। হাতিয়া থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম মঙ্গলবার বিকেলে সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর পৌনে ১টার দিকে চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই সহকারী প্রিসাইডিং অফিসার ভোটারবিহীন অবস্থায় ব্যালট পেপারে বিভিন্ন মার্কায় সিল মারছিলেন। এ সময় কেন্দ্রে নিয়োজিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী কক্ষে গিয়ে দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ও বেলায়েত হোসেনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। অপরদিকে জাহাজমারা ইউনিয়নের হাজী মোজাম্মেল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২টার দিকে দুই সহকারী প্রিসাইডিং অফিসার আহমেদ রফিক, মো. ছিদ্দিক উল্যা ও পুলিং অফিসার মুন্নি বেগম ও ফারজানা আক্তারকে ভোটারবিহীন কেন্দ্রের ব্যালটে সিল দেওয়ার সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। 

আটকরা হলেন- হরনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও চরইশ্বর ইউনিয়নের ৬নং কেন্দ্র হাতিয়া ইউনিয়ন মডেল উচ্চ বিদ্যালয় কেন্ত্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং সহকারী প্রিজাইর্ডি কর্মকর্তা তবারকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মো. বেলায়েত হোসেন। এ ছাড়া জাহাজমারা ইউনিয়নের ১৩নং কেন্দ্র হাজী মোজাম্মেল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সরকারী প্রিজাইডিং অফিসার আহমেদ রফিক। তিনি স্থানীয় হইক বাধা এম হোসাইনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একই কেন্দ্রের সরকারী প্রিজাইডিং অফিসার মো. ছিদ্দিক উল্যা। তিনি পশ্চিম সোনাদিয়া আবদুল মতিন পণ্ডিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই কেন্দ্রের পুলিং অফিসার মুন্নি বেগম। তিনি দক্ষিণ পূর্ব নলচিরা হাজী কালামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ফারজানা আক্তার। তিনি মধ্য মাইজচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে নিদের্শনা পাওয়ার পর চরইশ্বর ইউনিয়ন নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা কৃষি অফিসার মো. নুরুল ইসলাম বাদী হয়ে দুইজন সহকারী প্রিজাইডিং অফিসার ও জাহাজমারা ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম বাদী হয়ে দুই জন সহকারী প্রিজাইডিং ও দুই জন নারী পুলিং অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

হাতিয়া থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম মঙ্গলবার দুপুরে পৃথক দু’টি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে হাতিয়া উপজেলা আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।