কুমিল্লা সদরের ধর্মপুর এলাকায় একই লাইনে ঢুকে পড়েছিল দুটি ট্রেন। তবে শেষ পর্যন্ত মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রেন দুটি। ১২০ গজ দূরত্বে থাকতেই দুই চালক ট্রেন থামিয়ে ফেলতে সক্ষম হন। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুরে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশনে ১টা ২৫ মিনিটে আসার কথা ছিল। তবে এটি প্রায় ২০-২৫ মিনিট দেরিতে কুমিল্লা স্টেশনে প্রবেশ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসছিল চট্টগ্রামমুখী ম্যাক্সের পাথর বোঝাই ট্রেন। একই লাইনে দুই ট্রেন মুখোমুখি- এমন সংবাদে দুর্ঘটনার আশঙ্কায় কর্ণফুলী ট্রেনের যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। তবে তাদের কেউ আহত হয়েছেন কি-না জানা যায়নি।

এদিকে এ ঘটনায় কর্ণফুলী ট্রেনের স্টাফরা কুমিল্লা স্টেশন মাস্টারের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে কুমিল্লার রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া সমকালকে বলেন, ‘এটা ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। কিছু সময়ের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।’

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, ‘এক লাইনে দুই ট্রেন ঢুকে পড়ার ঘটনাটি শুনেছি। খোঁজ-খবর নিয়ে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।’