গঠনতন্ত্র পরিপন্থি ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার নরসিংদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের অব্যাহতি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শহর আওয়ামী লীগের মোট ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি ছিল। তাদের মধ্যে চারজন মৃত্যুবরণ করায় বর্তমানে সদস্যের সংখ্যা ৬৩ জন। এই ৬৩ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ৩৯ সদস্যের মতামতের ভিত্তিতে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক ও যুগ্ম সম্পাদক দীপক কুমার সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার ফজলুল হক লিটন, কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, আইন উদ্দিন, দীলিপ কুমার সাহা, বিনয় সাহা, জামাল উদ্দিন প্রমুখ।