করোনার উপসর্গ নিয়ে এবার লক্ষ্মীপুরে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সদর হাসপাতালে মারা যায় শিশু জান্নাতুল ফিজা। সে রায়পুর উপজেলার দেবীপুর এলাকার সিএনজিচালক সেলিম উদ্দিনের মেয়ে এবং সায়েস্তানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে গত বুধবার মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কমলা শীষ রায় জানান, জান্নাতুলকে হাসপাতালের আনার পর অক্সিজেন লেভেল শূন্যে নেমে আসে। পরে রাতেই সে মারা যায়।

ফিজার স্বজনরা জানায়, মাদ্রাসা খোলার পর নিয়মিত ক্লাসে গেছে সে। চার দিন আগে তার জ্বর আসে। সঙ্গে সর্দি-কাশিও ছিল। শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।