- সারাদেশ
- ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৬ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৬ মৃত্যু

ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। বুধবার সকালে সমকালকে এ তথ্য জানান হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যান জামালপুরের মেলান্দহের একজন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহের ৩ জন, নেত্রকোনা ও গাজীপুরের একজন করে রয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৩৯ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৯ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ।
মন্তব্য করুন