- সারাদেশ
- চট্টগ্রাম আদালতে হামলার মামলায় বোমা মিজানের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম আদালতে হামলার মামলায় বোমা মিজানের মৃত্যুদণ্ড

ফাইল ছবি
চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বোমা হামলার মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির জাহিদুল ইসলাম মিজান ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম ১৬ বছর আগের এ ঘটনার মামলার রায় ঘোষণা করেন।
আদালত এ মামলার আরেক জীবিত আসামি জেএমবির চট্টগ্রাম শাখার বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
এ ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন দাশ এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাবেদ ইকবাল রায়ের সময় আদালতে কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আর মৃত্যুদণ্ড পাওয়া জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান ভারতের কারাগারে বন্দি।
২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের তল্লাশি চৌকির সামনে বোমা হামলা হয়। জেএমবি সদস্যদের ওই হামলায় মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া এবং বিচারপ্রার্থী শাহাবুদ্দিন।
মন্তব্য করুন