- সারাদেশ
- রুয়েটের হল খুলছে ২৮ অক্টোবর
রুয়েটের হল খুলছে ২৮ অক্টোবর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলো আগামী ২৮ অক্টোবর থেকে খুলছে।
রোববার রুয়েটের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ৯৩তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিষয়টি উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য আগামী ২৮ অক্টোবর থেকে হলগুলো খুলে দেওয়া হবে। আগেই একাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে। এখন সেটি সিন্ডিকেট অনুমোদন দিয়েছে।’
উপাচার্য আরও বলেন, ‘হলে উঠার আগেই শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। টিকা সনদ দেখিয়ে শিক্ষার্থীদের হলে উঠতে হবে। হলের পরিষ্কার-পরিছন্নতা, স্বাস্থ্য সামগ্রী নিশ্চিতকরণ, রুয়েট মেডিকেলে আইসোলেশন সেন্টার তৈরি রাখাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’
তবে রুয়েটে আগে থেকেই ক্লাস ও পরীক্ষা চলমান থাকায় নতুন করে ক্লাস শুরুর অনুমতি দেওয়ার প্রয়োজন নেই বলেও জানান উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ।
মন্তব্য করুন