- সারাদেশ
- পানিতে ভাসছিল চাতাল শ্রমিকের লাশ
পানিতে ভাসছিল চাতাল শ্রমিকের লাশ

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. সাহেদ আলী (৫০) নামে এক চাতাল শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পানি নিষ্কাশনের আউটার চ্যানেলের কাটাখালী-বাগানবাড়ি এলাকা থেকে সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাহেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার টিঘর পশ্চিমপাড়ার আব্দুল হাসিমের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত পরিবারসহ আশুগঞ্জের সোহাগপুর এলাকায় একটি চাতাল কলের শ্রমিকের কাজ করতেন ও মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পরিবারের লোকজন।
আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) মইনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মাদকাসক্ত অবস্থায় পানিতে পড়ে গিয়ে ওই ব্যক্তি মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলাসদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
মন্তব্য করুন