- সারাদেশ
- ৪৭ দিন পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু
৪৭ দিন পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

পরীক্ষামুলকভাবে সোমবার পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলার অতিক্রম করছে ফেরি কুঞ্জলতা
পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কার ঘটনা ও পদ্মায় স্রোতের তীব্রতা থাকায় ৪৭ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে প্রথমে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। পরে বিকেল ৩টার দিকে আরও ১টি ফেরি শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সোমবার নৌরুটে ২টি ফেরি চলাচল করলেও মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বল্প পরিসরে নৌরুটে ফেরি সার্ভিস সচল থাকবে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির
শিমুলিয়া কার্যালয়ের একাধিক কর্মকর্তা।
এদিকে সোমবার বেলা ১১টায় ছোট পরিবহন ও মোটরসাইকেল মিলিয়ে ৩৫টি যানবাহন নিয়ে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয় এবং তার ২২ মিনিট পর পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝ দিয়ে অতিক্রম করে ফেরিটি।
এরপর দুপুর ১২টা ৩৫ মিনিটে ফেরি কুঞ্জলতা ৪৩টি পরিবহন নিয়ে শিমুলিয়া ঘাটে নোঙর করে বলে জানা গেছে।
বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসির) শিমুলিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শাফায়াত হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে ১টি ফেরি ও বিকেল ৩টার দিকে অপর ১টি ফেরি পরীক্ষামূলকভাবে শিমুলিায় ঘাট থেকে বাংলাবাজার ঘাটে উদ্দেশ্যে ছেড়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, পরীক্ষামূলকভাবে সোমবার প্রথম একটি ফেরি চালু করা হয়। পদ্মার স্রোত ও নাব্যতা সঙ্কট উপেক্ষা করে কোনো বাধা ছাড়াই বাংলাবাজার ঘাটে ফেরি কুঞ্জলতা সফলভাবে নোঙর করে।
বিকেল ৩টার দিকে শিমুলিয়া ঘাট থেকে অপর ১টি ফেরি বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গন্তব্যে পৌঁছায়।
তাই পরীক্ষামূলক ফেরি চলাচল সফল হওয়ায় পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি সার্ভিস সচল রাখা হবে।
তবে ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বল্প পরিসরে নৌরুটে ফেরি চলবে বলে জানান তিনি।
মন্তব্য করুন