দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. মাহমুদ মোল্যার বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১০টায় ওই ইউনিয়নবাসীর উদ্যোগে উপজেলার কালিয়া-চাপাইল সড়কের মুলশ্রী নামক স্থানে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকারি এই কর্মকর্তার অনিয়ম, দুর্নীতির কারণে ইউনিয়নবাসী অতিষ্ঠ। এজন্য তার অপসারণ ও বিচারের দাবিতে তারা কর্মসুচি নিয়ে মাঠে নেমেছেন। 

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা শামছুল শেখ, মো.নান্টু কাজী, মামুন শেখ, তৌহিদ শেখ ও মুলশ্রী ফাউন্ডেশনের সভাপতি জাকির শিকদারসহ অনেকে বক্তব্য রাখেন। 

বক্তারা অভিযোগ করেন, মাহামুদ মোল্যা প্রায় দেড় বছর আগে পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে যোগ দিয়েছেন। তার যোগদানের পর থেকে তিনি অফিসে আসেন না ঠিকমত।

ঠিকমত অফিস না করায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে ভূমি মালিকদের ভোগান্তির শিকার হতে হয়। মোবাইলে যোগাযোগ করলে তিনি ভূমি মালিককে সন্ধ্যার পর মুলশ্রী গ্রামের ভাড়া বাসায় যেতে বলেন। 

ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে যাওয়া ভূমি মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

শুধু তাই নয় মাহমুদ মোল্য স্থানীয় ভূমি দস্যুদের সঙ্গে যোগসাজসে সরকারি জমির মাটি ও সরকারি গাছ বিক্রি করেছেন বলেও তারা অভিযোগ করেছেন। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমির নামজারি করতে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মালিকদের জিম্মি করে ১৫ থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নেন তিনি। এছাড়া গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ঘর পাইয়ে দেওয়ার নাম করে ওই উপসহকারী কর্মকর্তা  বিধবা ও অসহায় মহিলাদের কাছে অনৈতিক প্রস্তাব দেন।

যদিও এসব অভিযোগ সরকারি এই কর্মকর্তা অস্বীকার করেছেন। উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহমুদ মোল্যা  সমকালকে বলেন, তার সুনাম নষ্ট করতে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।