
সংঘর্ষে ভেঙে ফেলা হয় অনুষ্ঠানস্থল
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে মায়ার ছেলে সাজেদুল হোসেন দীপু চৌধুরীসহ ২০০ জনকে আসামি করা হয়েছে। শনিবার চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়। ওই সময় পথসভার মঞ্চ ও অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় সোমবার আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলাটি করেন। এতে দীপুসহ ৯৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, শনিবার সকালে অভিযুক্তরা মতলব সেতুর টোল প্লাজা সংলগ্ন বেড়িবাঁধে পথসভার মঞ্চ এবং কেন্দ্রীয় নেতাদের ছবি ভাঙচুর করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ২৫ থেকে ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মতলব উত্তর থানার ওসি শাহজাহান কামাল জানান, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
মন্তব্য করুন