মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নদীতে মহড়া ও নৌ-র‌্যালি করেছে চাঁদপুর জেলা টাস্কফোর্স। সোমবার সকালে তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, অভয়াশ্রমের ২২ দিন নদীতে কোনোভাবেই জেলেদের নামতে দেওয়া হবে না এবং এ বিষয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক সম্পদ ইলিশ রক্ষায় শুধু জেলে নয়, সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ, ইলিশ গবেষক ড. আনিসুর রহমান, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মোর্শেদ প্রমুখ।

ডিমওয়ালা মা ইলিশ রক্ষার মধ্য দিয়ে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ। ইলিশ বিচরণ করে এমন সব নদনদী, সাগর মোহনাসহ প্রজনন ক্ষেত্রে মাছ শিকার সম্পূর্ণ বন্ধ থাকবে। সেই সঙ্গে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।