সিলেট সিটি করপোরেশন (সিসিক) থেকে করোনা টিকা পাচার ও টিকার এসএমএস জালিয়াতির অভিযোগে এক কর্মচারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। সিসিকের কম্পিউটার বিভাগের এই কর্মচারীর নাম রাহাত। 

সোমবার কোতোয়ালি থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে রোববার বিকেলে তাকে আটক করা হয়। সিসিক কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে। তবে তার নামে কোনো মামলা হয়নি। 

সিসিক সূত্রমতে, রাহাত মাস্টার রোলে কম্পিউটার বিভাগের কাজ করতেন। তার ‍বিরুদ্ধে সিসিকের নিয়ন্ত্রণাধীন টিকা পাচার ও নিবন্ধনের পর টিকার এসএমএস জালিয়াতির অভিযোগ উঠে। তার সঙ্গে আরও লোকজন জড়িত রয়েছে বলে ধারণা। সন্দেহ থেকে তাকে আটক করে পুলিশে দেন কর্মকর্তারা। 

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সমকালকে বলেন, আমরা নিশ্চিত নয় যে রাহাত টিকা পাচারের সঙ্গে জড়িত। সন্দেহ থেকে তাকে পুলিশে দেওয়া হয়েছে। পুলিশ সত্যতা পেলে ব্যবস্থা নেবে। তবে তাকে আটকের পর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, সিসিকের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদ করে প্রমাণ মেলেনি। ফলে ৫৪ ধারার তাকে আদালতে পাঠানো হয়েছে।