- সারাদেশ
- চরিত্র গঠনের শপথ
চরিত্র গঠনের শপথ

চরিত্র গঠনের শপথ নিচ্ছেন শিক্ষার্থীরা- সমকাল
কুমিল্লায় গাছের চারা হাতে নিয়ে মাদক, স্মার্টফোনে আসক্তি, ধর্ষণ, বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে চরিত্র গঠনের শপথ নিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার নগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজালাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, যমুনা টিভির কুমিল্লার প্রতিবেদক খালেদ সাইফুল্লাহ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আলম সোহেল, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয় ও কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি এম আনোয়ার মজুমদার বাঁধন।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম বলেন, এ সংগঠনের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পরিচালনা করছেন। এ বছর সারাদেশে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে ও উন্নত চরিত্র গঠনে শপথ করিয়ে ১ লাখ গাছের চারা উপহার দেওয়া হবে। গত ৫ বছরে সংগঠনটি সাড়ে ৪ লাখ গাছের চারা বিতরণ করেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কুমিল্লা সদর দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের হোসেন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাওন, অর্থ সম্পাদক মনির হোসেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জোটন দত্ত, চান্দিনা শাখার সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুর, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল মামুন, সিনিয়র সদস্য এস এইচ সিয়াম, মেহেদী হাসান প্রমুখ।
মন্তব্য করুন