খুলনায় পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে উজ্জ্বল কুমার পাল (৪১) নামের এক কম্পিউটার দোকানিকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে সদর থানার শপখ মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। সোমবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক উজ্জ্বল বটিয়াঘাটা উপজেলার শ্যামগঞ্জ পালপাড়া এলাকার প্রয়াত বিনয় কৃষ্ণ পালের ছেলে। 

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার শপখ মার্কেটের এক ব্যক্তি পর্নো ভিডিও সরবরাহ করে আসছে। পরে অভিযান চালিয়ে আজমেরী মসজিদের নিচে কে ওয়াই টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স নামের একটি দোকান থেকে উজ্জ্বল কুমার পালকে আটক করা হয়। 

এ সময় একটি সিপিইউ, তিনটি হার্ডডিস্ক, একটি মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস, দুইটি পাওয়ার ক্যাবল, একটি ভিজিএ কেবল, একটি পেনড্রাইভ, চারটি কার্ড রিডার এবং দুইটি সিমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।