- সারাদেশ
- ভারতে রপ্তানির সময় পার, চাতলাপুরে ৪ টন ইলিশ জব্দ
ভারতে রপ্তানির সময় পার, চাতলাপুরে ৪ টন ইলিশ জব্দ

চাতালপুর স্থল শুল্ক স্টেশনে ট্রাক ও পিকআপে করে ভারতে পাঠানোর ইলিশ জব্দ করা হয় -সমকাল
ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মধ্যে সোমবার সকালে চার টন ইলিশ ভারতে রপ্তানির জন্য খুলনার আরিফ সি ফুড দুটি গাড়িতে করে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে নিয়ে আসে। কিন্তু রপ্তানির সময় পার হয়ে যাওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ তা আটকে দেয়।
চাতলাপুর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, খুলনার আরিফ হোসেন গতকাল চার টন ইলিশ নিয়ে আসেন। তার এক স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট আগেই ৩ অক্টোবর রপ্তানির জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমোদন নিয়ে রেখেছিল। তবে সরকারি নির্দেশনা শুরুর প্রায় ১০ ঘণ্টা পর স্থল শুল্ক্ক স্টেশনে মাছ নিয়ে আসায় সেগুলো জব্দ করা হয়েছে।
কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ৩ অক্টোবর দিনের মধ্যে যদি মাছগুলো চাতলাপুর স্টেশনে পৌঁছত তাহলে তা রপ্তানির সুযোগ ছিল।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা বাবুল সিংহ জানান, ওই ব্যবসায়ীর ৩ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানির সুযোগ ছিল। কিন্তু এক দিন পার হয়ে যাওয়ায় ভারতে ইলিশ রপ্তানি সম্ভব হয়নি।
সোমবার বিকেল ৫টার পর ইলিশ বোঝাই ট্রাক ও পিকআপ শরীফপুর বিজিবি সদস্যরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়।
মন্তব্য করুন