- সারাদেশ
- কয়রায় হরিণের ৪২ কেজি মাংসসহ শিকারি আটক
কয়রায় হরিণের ৪২ কেজি মাংসসহ শিকারি আটক

হরিণের মাংসসহ শিকারি আটক। ছবি: সমকাল
খুলনার কয়রায় হরিণের ৪২ কেজি মাংস পাচারের সময় আব্দুর রহমান সবুজ (২০) নামে এক চোরা শিকারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার সুন্দরবনসংলগ্ন তেতুলতলারচর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। সবুজ ওই গ্রামের মো. আবু সাইদ গাজীর ছেলে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রবিউল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই শিকারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে ব্যাগ ভর্তি ৪২ কেজি হরিণের মাংস পাওয়া যায়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন