- সারাদেশ
- কিশোরগঞ্জে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত রেল কর্মচারী গ্রেপ্তার
কিশোরগঞ্জে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত রেল কর্মচারী গ্রেপ্তার

ফাইল ছবি
কিশোরগঞ্জ রেলস্টেশনের ভিআইপি রেস্ট হাউসের টয়লেটে হাত-পা বেঁধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রেল কর্মচারী মাহমুদুল হাসান সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার ভোরে র্যাব-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল নেত্রকোনার বারহাট্টার ঝাউয়াইল গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
লে. কমান্ডার এম শোভন খান জানান, চাঞ্চল্যকর এ ধর্ষণের ঘটনার পরপরই র্যাব অভিযুক্তকে ধরতে তৎপরতা শুরু করে। এ সময় তার এক দূরসম্পর্কের চাচার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন