মা ইলিশ রক্ষায় চলমান অভিযানে নৌ-পুলিশ চাঁদপুরে পদ্মা-মেঘনা মোহনা এলাকা থেকে ৩৮ জন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৪৪ লাখ ৬১ হাজার মিটার কারেন্ট জাল, ৪টি জেলে নৌকা ও ৭০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। 

নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান সমকালকে জানান, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের আওতাধীন চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়পুতর, কুমিল্লার ১১টি ফাঁড়ি ও একটি নৌ থানার অভিযানে এই ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ১২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাসসহ বিভিন্ন ফাঁড়ির পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের বিচরণ ক্ষেত্র নদী ও সাগর মোহনায় মাছ নিষিদ্ধ করেছে সরকার। 

বিষয় : মা ইলিশ রক্ষা অভিযান নৌ-পুলিশ পদ্মা-মেঘনা মোহনা

মন্তব্য করুন