চট্টগ্রামের কর্ণফুলীর শাহমীরপুর এলাকায় পূজা মণ্ডপে নাশকতার মামলায় পারভেজ (২৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জেলে পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পারভেজ ওই এলাকার মুহাম্মদ রফিকের ছেলে। এ নিয়ে পূজা মণ্ডপে হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় শনিবার গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তারা হলেন, বড়উঠান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ফারুকের ছেলে মোহাম্মদ ফোরকান (২৪), আবুল হাসেমের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (২১),  আবদুল ছবুরের ছেলে মোহাম্মদ শাহজাহান (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় কর্ণফুলীর সনাতন পাড়ায় হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর ও কয়েকটি ঘরে হামলা চালানো হয়। এ নিয়ে পরেরদিন নাশকতার অভিযোগে থানায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন সজল দাশ নামের একজন। ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করার পর পারভেজ, ফোরকান, মামুন ও শাজাহানকে গ্রেপ্তার করা হয় । শনিবারেই তাদের আদালাতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, মোবাইলে ধারণ করা ভিডিওচিত্র থেকে হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে। ছবি দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্য থেকে চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আরেক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।