হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছাত্রলীগ নেতা হত্যা মামলার এক আসামিকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়ার খবরে উপজেলা ছাত্রলীগ বুধবার সন্ধ্যায় শহরে এই কর্মসূচি পালন করে।

স্থানীয় নতুন বাজার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাপদক মাহবুবুর রহমান রাজু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু ছালেহ জীবন, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা আবিদ হাসান তালুকদার, মিজান খান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগের ত্যাগী নেতা হেভেন চৌধুরীকে নির্মমভাবে হত্যা করে তৎকালীন ছাত্রলীগ নেতা ও বর্তমান পৌর যুবলীগ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ কতিপয় সন্ত্রাসী। হেভেন হত্যা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবিবকে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অনতিবিলম্বে হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিলের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে ও মানববন্ধনে যোগ দেন নিহত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরীর দাদা সাজ্জাদুর রহমান চৌধুরী, নুরুজ্জামান, সাবেক ইউপি সদস্য মো. চুনু মিয়া।
এ সময় কান্না বিজরিত কন্ঠে হেভেনের দাদা সাজ্জাদুর রহমান বলেন, ছাত্রলীগের অন্যতম নেতা হেভেন চৌধুরী নির্মমভাবে হত্যা করে হাবিবসহ সন্ত্রাসীরা।

নিহত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরীর বাবা মকবুল হোসেন চৌধুরী বলেন, হেভেন চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল। তার জনপ্রিয়তা দেখে সন্ত্রাসী হাবিবসহ একদল সন্ত্রাসী আমার ছেলে নিমর্মভাবে হত্যা করে। যেখানে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দলীয় প্রধানের নির্দেশনা থাকার কথা ছিল, সেখানে হত্যা মামলার প্রধান আসামি হাবিবকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়ে পুরস্কৃত করা হয়েছে। যা অত্যান্ত দুঃখজনক।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৪ সালের ৩ মার্চ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা হেভেন চৌধুরীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবিব। মামলাটি বর্তমানে বিচারাধীন।