- সারাদেশ
- জীবননগরে ৬ স্বর্ণবারসহ নারী আটক
জীবননগরে ৬ স্বর্ণবারসহ নারী আটক

স্বর্ণের বারসহ চায়না খাতুনকে (মাঝে) আটক করে পুলিশ - সমকাল
চুয়াডাঙ্গার জীবননগরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ চায়না খাতুন (৩৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার হরিহরনগর জেলেপাড়ার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আটক চায়না খাতুন হরিহরনগর জেলেপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের উপস্থিতিতে পুলিশ বুধবার রাত ৯টার দিকে জেলেপাড়ার আব্দুল হান্নানের বাড়িতে অভিযান চালায়। এক পর্যায়ে হান্নানের স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির শয়নকক্ষের টেলিভিশনের নিচ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন ৫৯ ভরি ১৪ আনা। এ ঘটনায় চায়না খাতুনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে স্বর্ণের মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস জানান, আটক নারীকে জিজ্ঞাসাবাদ শেষে স্বর্ণ ব্যবসা ও পাচারের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন