খুলনার রূপসা উপজেলার রামনগর গ্রামের রাজ খাঁ হত্যা মামলায় আসামি জামসেদ ওরফে জাবেদ মল্লিককে যাবজ্জীবন ও অপর একটি ধারায় আরও ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

এ মামলার অপর আসামি মিজান মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান, ২০১৭ সালের ১ জুন সকালে পুলিশ নন্দনপুর গ্রামের আঠারোবাকী নদীর তীর থেকে রাজ খাঁর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে। 

নিহতের বাবা মরদেহ দেখে শনাক্ত করেন। এ ঘটনায় রূপসা থানার এস আই মোঃ আবদুল খালেক বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এস আই হারুনুর রশীদ ২০১৯ সালের ২৯ অক্টোবর চার্জশিট দাখিল করেন। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটে বলে চার্জশিটে উল্লেখ করা হয়।