কুমিল্লা নগরীর পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননা ও পূজামণ্ডপ ভাংচুরের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

বৃহস্পতিবার সকালে কুমিল্লার নানুয়ার দিঘীরপাড়ের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের নিকট এসব কথা বলেন। 

ফরিদুল হক খান বলেন, ‘কুমিল্লা নগরীর পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননা ও পূজামণ্ডপ ভাংচুরকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় একটি অপশক্তি জড়িত। এ অপশক্তি ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটিয়েছে। এই অপশক্তি যে দলেরই হোক না কেন তাদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।’ 

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরণের ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনার সাথে যুক্ত তারা কোন ধর্মের বা দলের লোক হতে পারে না। অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতেই হবে। যে অপশক্তি দেশের বিরুদ্ধে কাজ করে তারা যে দলের হোক না কেন, আমাদের দলেরও যদি কেউ করে থাকে তাদেরকেও কোনোভাবে ছাড় দেয়া হবে না। এ অপশক্তিকে কোন অবস্থাতেই আর ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না।’ 

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে তিনি প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

এর আগে প্রতিমন্ত্রী শারদীয় দূর্গাপূজায় ক্ষতিগ্রস্ত নগরীর কাপড়িয়াপট্টির চাঁন্দ রক্ষাকালী মন্দির পরিদর্শন করেন। এসময় কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবং পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

পরে প্রতিমন্ত্রী কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তঃধর্মীয় সংলাপে অংশ নেন।