সুনামগঞ্জের তাহিরপুরে দুটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয় ও চানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়।

এলজিএসপি-৩ প্রকল্পের অধীনে বাইসাইকেল বিতরণের সময় উপস্থিত ছিলেন উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য নোয়াজ আলী, আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা জজ মিয়া, চানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুজিবুর রহমান, হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, ইউনিয়ন পরিষদ সচিব এখলাছুর রহমান প্রমূখ।

চানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র রাজাই গ্রামের রাকাব উদ্দিন বলে, বিদ্যালয়ে আসা-যাওয়া করতে তার ২০ টাকা অটোরিকশা ভাড়া দিতে হতো। এখন বাইসাইকেল পাওয়ায় বিনা টাকায় বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারবে।

হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শান্তিপুর গ্রামের রায়হান উদ্দিন জানায়, শান্তিপুর গ্রাম থেকে হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয়ের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। অর্ধেক রাস্তা জমির আলপথ হেঁটে আর অর্ধেক রাস্তা অটোরিকশা করে বিদ্যালয়ে তাকে আসা-যাওয়া করতে হতো। ইউনিয়ন পরিষদ থেকে বাইসাইকেল পাওয়ায় এখন তাকে আর কষ্ট করতে হবে না।